![চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/corruption_abnews_114482.jpg)
বাগেরহাট, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, গণস্বাক্ষর গ্রহণ, র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা মিলনাতয়নে স্থানীয় দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খাঁন একরাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান শামীম।
বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি। সভায় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিখিল রঞ্জন হাজরা, মতিয়ার রহমান টুকু প্রমূখ।
মোঃ কামরুজ্জামান খাঁন পিকলুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন এনজিওর কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/সাগর/জসিম/এমসি