শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চিতলমারীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উদযাপন

চিতলমারীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উদযাপন

চিতলমারীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উদযাপন

বাগেরহাট, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে আজ শনিবার বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জয়িতাদের সম্বর্ধনা প্রদান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন সন্তোষপুর ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চিতলমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। সকাল ১০ টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠান।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্বর্ধনা পেয়েছেন পাঁচজন নারী। তারা হলেন- সফল জননী নারী হিসেবে চরবানিয়ারী গ্রামের বিভা রানী মিস্ত্রী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পুরাতন কালশিরার খাদিজা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদানের জন্য চিংগড়ী-কুনিয়া গ্রামের শিরিন সুরতান, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরুকারী নারী শান্তিখালী গ্রামের আসমা তারা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ডাকাতিয়া গ্রামের রিনা রানী হীরা (প্যানেল চেয়ারম্যান, চরবানিয়ারী ইউপি)।

এবিএন/সাগর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত