![কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/corruption_abnews_114484.jpg)
কলাপাড়া (পটুয়াখালী), ০৯ ডিসেম্বর, এবিনিউজ : আজ শনিবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৭ পালিত হয়েছে। এরপর গণমাধ্যম কর্মী, শিক্ষক, জনপ্রতিনিধিদের অংশগ্রহনে এক র্যালি বের হয়।
বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর রহমান, কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এসএম মঞ্জুল আহসান, সাধারন সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, সহকারী অধ্যাপক জহিরুদ্দিন ফারুক খান, কলাপাড়া উপজেলা ইমাম সমিতির সভাপতি প্রভাষক মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।
সভার সভাপিতত্ব করেন কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির।
এবিএন/তুষার হালদার/জসিম/এমসি