রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে লক্ষ্মীপুরে ব্যাপক কর্মসূচী

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে লক্ষ্মীপুরে ব্যাপক কর্মসূচী

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে লক্ষ্মীপুরে ব্যাপক কর্মসূচী

লক্ষ্মীপুর, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসক কার্যালয়ে দুর্নীতি বিরোধী শপথ, মানববন্ধন, আলোচনা সভা ও গণস্বার কর্মসূচী পালন করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত এসব কর্মসূচী পালনে সহযোগিতা করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুর।

কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করা হয়। এরপর মানববন্ধন কর্মসূচী পালন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইকবাল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, নোয়াখালি দুদক সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক আল মামুন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, সনাক লক্ষ্মীপুর এর সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা ও দুপ্রক জেলা শাখার সভাপতি এম ছাবির আহমেদ প্রমূখ ।

সভায় বক্তারা দুর্নীতি বিরোধী দিবসের গুরুত্ব এবং করণীয় তুলে ধরে আলোচনা করেন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত