![লক্ষ্মীপুরে ১০ নারীকে বেগম রোকেয়া সম্মাননা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/rokeya_abnews_114486.jpg)
লক্ষ্মীপুর, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরে ১০ জন নারী জয়ীতাকে বেগম রোকেয়া সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সদর উপজেলা পর্যায়ে ৫ জন ও জেলা পর্যায়ে ৫ জন মোট ১০জন নারীকে এ সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হোমায়ারা বেগম।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সদর উপজেলার সম্মাননাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো: নিজাম উদ্দিনের স্ত্রী ও বেসরকারী এনজিও বাপসা নিরাপদ প্রকল্প-২ প্রজেক্ট কো-অডিনেটর জোবেদা বেগম, রীনা রাণী সাহা, আইরিন সুলতানা, সেলিনা আক্তার ও হাজেরা বেগম।
জেলা পর্যায়ে সম্মাননাপ্রাপ্তরা হলেন, রীনা রাণী সাহা (অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন), আইরিন সুলতানা (শিক্ষা ও চাকুরী), সেলিনা আক্তার (সফল জননী), মাহেনারা পারভীন (সমাজ উন্নয়নে অবদান) ও মারজান (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু)।
আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, ফরিদা ইয়াছমিন লিকা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলি আক্তার প্রমূখ।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি