বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মার্কেটে অগ্নিকাণ্ড : নিহত ১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মার্কেটে অগ্নিকাণ্ড : নিহত ১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মার্কেটে অগ্নিকাণ্ড : নিহত ১

নারায়ণগঞ্জ, ১০ ডিসেম্বর, এবিনিউজ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মার্কেটের ১০ তলায় ইউসিবি ব্যাংকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ব্যাংকের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

আজ রবিবার ভোর সাড়ে সাড়ে ৪টার দিকে পদ্মা সিটি প্লাজা-১ নামে ওই ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির নাম সেলিম (৪৩)। তিনি ওই ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ভোর সাড়ে ৪টার দিকে টানবাজারের বিপণিবিতান ‘পদ্মা সিটি প্লাজা-১’-এর তৃতীয় তলায় ইউসিবির নারায়ণগঞ্জ শাখায় আগুনের সূত্রপাত্র হয়। ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মার্কেটে অগ্নিকাণ্ড : নিহত ১

তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে ব্যাংকের ভেতরে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে অন্য কোনো ফ্ল্যাটে আগুন ছড়াতে না পারায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক নুরুল আবছার জানান, আগুনে ব্যাংকের সব আসবাবপত্র, কম্পিউটার ও বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে ভল্ট অক্ষত রয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মালিকানাধীন ১০ তলা ওই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বিপণি বিতান। তৃতীয় তলায় ইউসিবির পাশাপাশি কৃষি ব্যাংকের শাখা রয়েছে। আর ওপরের ফ্লোরগুলোতে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ও আবাসিক ফ্ল্যাট।

আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যাংকের মূল ফটকের তালা কেটে ভেতর থেকে সেলিম মিয়া নামে এক নিরাপত্তাকর্মীর পোড়া লাশ উদ্ধার করেন।

আর আগুন নেভানোর সময় ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম (৩৫) নামে ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত