
বোদা (পঞ্চগড়), ১০ ডিসেম্বর, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল শনিবার উপজেলা পরিষদ হতে একটি র্যালী বোদা পৌর শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার দুর্নীতি দমন কমিটির সভাপতি প্রবীর চন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলার দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আনিছুজ্জামান প্রামানিক (নতুন), বোদা থানার এস,আই আনিছুর রহমান আনিছ, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ, দৃষ্টিদান সংস্থার নির্বাহী পরিচালক মনোরঞ্জন সরকার প্রমুখ।
এ সময় শিক্ষক, সাংবাদিক, শিক্ষাথীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/এমসি