
বোদা (পঞ্চগড়), ১০ ডিসেম্বর, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বোদা উপজেলা প্রশসানের আয়োজনে গতকাল শনিবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মরিয়ম খানম। এ সময় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার ৫ জন সফল নারী হিসেবে বিভিন্ন সমাজসেবা মুলক কাজের বিশেষ অবদান রাখায় মোছাঃ শান্তনা আক্তার, মোছাঃ রুপনা আক্তার, দীপালী রানী, মনছুরা আক্তার বানু, জীপ রানীকে জয়িতা সম্মানমা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/এমসি