শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মী নিহত

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মী নিহত

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মী নিহত

গাজীপুর, ১০ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে।

আজ রবিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ডাইনকিনি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আবদুল কাদের (৪০) সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাট ইউনিয়নের মেঘাই এলাকার গোলবর হোসেনের ছেলে। তিনি কালিয়াকৈরের লতিফপুর বটতলা এলাকার একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ও কালিয়াকৈর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

নিহতের সহকর্মী মো. আবদুর রাজ্জাকের বরাত দিয়ে এসআই জাফর বলেন, সকালে ডাইনকিনি এলাকায় একটি ময়লার নালা পরিষ্কার করছিলেন কাদের। এ সময় সেখানে পড়ে থাকা একটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত