![কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/10/rally_abnews_114570.gif)
গাজীপুর, ১০ ডিসেম্বর, এবিনিউজ : সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে ৬৯তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১শ’ দুস্থ-অসহায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরনসহ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিয়াকৈর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে এসে শেষ হয়। র্যালীতে মানবাধিকার কর্মী, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিয়াকৈর উপজেলা শাখার সাধারন সম্পাদক ডিএম এরশাদুল আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোঃ মোরাদ হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমতারা, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিয়াকৈর পৌর শাখার সভাপতি মোঃ ওসমান আলী, সহ-সভাপতি মীর মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ হোসেন, কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ সানোয়ার জাহান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ও আঃ আজিজ প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার কমিটির যুগ্ম সম্পাদক এ্যাড. ফজলুল হক, এ্যাড. বেলায়েত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ, পৌর শাখার যুগ্ম-সম্পাদক উজ্জল হোসেন, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রকাশনা সম্পাদক আসাদ উজ্জামান (খোকন), সহ-দপ্তর সম্পাদক মোঃ মহসিন মোল্লা, মোঃ মনির হোসেন মাষ্টার, মো.সোহেল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ১শ’ জন দুস্থ-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি