![ডোমারে মানবাধিকার দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/10/rally_abnews_114572.gif)
নীলফামারী, ১০ ডিসেম্বর, এবিনিউজ : স্টান্ড আপ ফর সামওয়ান’সা রাইটস টুডে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে নীলফামারীর ডোমারে আন্তজার্তিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
আজ রবিবার সকালে হেকস-ইপার সুইজার ল্যান্ড এর সহযোগীতায় ও রাইটস প্রকল্প সার্পের বাস্তবায়নে ডোমার উপজেলা এডভোকেসি প্লাটফর্ম এই অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১১ঘটিকায় ডোমার উপজেলা থেকে বন্যাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে মানববন্ধনে মিলিত হয়। নারী নেত্রী তৌহিদা জ্যোতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কো-অডিনেটর সারা মারান্ডি।
প্রভাষক জাকির প্রধানের সঞ্চালনায় প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান, সাংবাদিক রওশন রশীদ,জুলফিকার আলী ভুট্ট, আনিছুর রহমান মানিক,আব্দুল্লাহ-আল- মামুন, অনিল বাষফোড়, রেখা বাষফোড়, এডভোকেসি অফিসার নাজমা বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জাকির প্রধান হরিজনের উপর তার স্বরচিত কবিতা পাঠ করেন।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/এমসি