![মাহমুদুর রহমানের বিরুদ্ধে কালিয়াকৈরে সাধারণ ডায়েরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/10/gazipur_abnews24 copy_114573.jpg)
গাজীপুর, ১০ ডিসেম্বর, এবিনিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে কটুক্তি করার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মইনুল হোসেন বাদি হয়ে এ ডায়েরী দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সাধারণ ডায়েরীর বরাত দিয়ে জানান, গত ৩ ডিসেম্বর একটি সাংবাদিক সম্মেলনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে কটুক্তি করেন।
এ ঘটনায় গতকাল শনিবার রাতে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মইনুল হোসেন বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।
ডায়েরীটি থানায় নথিভূক্ত করা হয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তি আইনে মামলা গ্রহণে অনুমতি চেয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এটি প্রেরণ করা হয়েছে।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি