শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
মাদারীপুরে আদিপত্ত বিস্তারকে কেন্দ্র করে হামলা

মুক্তিযোদ্ধার ফর্মেসী ও ঘরবাড়ী লুটপাট, আহত ১০

মুক্তিযোদ্ধার ফর্মেসী ও ঘরবাড়ী লুটপাট, আহত ১০

মাদারীপুর, ১০ ডিসেম্বর, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের হাজিরহাওলা এলাকায় আজ রবিবার সকালে পূর্বশত্রুতার জেরে আদিপত্ত বিষÍারকে কেন্দ্র করে অর্তকিত হামলা চালিয়ে একই এলাকার দোকানসহ প্রায় ১৫টি বসত ঘর কুপিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দূর্বত্তরা। তবে এই ঘটনায় একই এলাকার আক্তার বেপারীরর লোকজন জরিত বলে অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগিদের অভিযোগ এতে আমাদের নগদ লাখ টাকা, স্বর্ণ ,ঘরবাড়ী আসবাব পত্রসহ প্রায় ৩কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ ও স্থানিয় সুত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে আক্তার বেপারী (জন প্রশাসন সচিব মোজাম্মেল হক খানের ভগ্নিপতি) ও কালাম দারোগার কয়েকশ লোকজন মুক্তিযোদ্ধা সিদ্দিক সরদার ওষধের ফার্মেসী ভাংচুর ও লুটপাট,হামিদুল হাওলাদারের(প্রবাসী) বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে নগদ ৯৭ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ন নিয়ে যায়। নাহিদ নপ্তির ঘরের ফ্রিজ আরমারী ভাংচুর ও নগদ টাকা নিয়ে যায়। মুরাদ টেলিকমের দোকান ভাংচুর ও টাকা পয়সা লুটপাট করে দূর্বত্তরা। ২টি ট্রাকসহ একই এলাকার দুলাল বেপারী, মনির হং, শাজাহান মোল্লা, সত্তার হাং, সিরাজ মিয়া সহ প্রায় ১৫টি বসত ঘরে ভাংচুর ও লুুটপাট করে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় ১০ জন আহত হয়, উজ্জল বেপারী নামের ১ জনের অবস্থা আশঙ্কাজনক। এতে নগদ টাকাসহ প্রায় ৩কোটি টাকার মালামালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। এ ঘটনার পর থেকেই ঐ এলাকার সাধারন মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে। এই ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সিদ্দিক সরদার, হামিদুল হাওলাদারের(প্রবাসী) স্ত্রী শাফিয়া বেগমসহ একাধীক ভূক্তভোগিরা জানান, আমরা কিছু বুঝে উঠার আগেই অর্তকিত ভাবে জন প্রশাসন সচিব মোজাম্মেল হক খানের ভগ্নিপতি আক্তার বেপারীর হুকুমে কালাম দারোগা, আসাদ বেপারী, মাওলা চৌকিদার সহ কয়েশত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ফার্মেসী, দোকনপাট, বাড়ীঘরে তাদের পূর্ব পরিকল্পিত হামলা চালিয়ে ভাংচুর করে এবং নগদ টাকাসহ স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। ভূক্তভোগিদের অভিযোগ এতে আমাদের নগদ লাখ টাকা, স্বর্ণ ,ঘরবাড়ী আসবাব পত্রসহ প্রায় ৩কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে আক্তার বেপারীরর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, আমাকে হয়রানি করার জন্য একটি মহল আমার নাম জরিয়ে যদি বক্তব্য দিয়ে থাকে তা সত্য নয় ভিত্তিহীন। আমি আমার কর্মস্থল সুর্যের হাসি ক্লিনিকে ম্যানেজার পদে চাকুরি করে আসছি। আর এ ঘটনার সময় আমি ডিসি অফিসে ভিডিও কর্ফারেঞ্জ মিটিংএ ছিলাম। তবে এ হামলায় আমার ছোট ভাই উজ্জল বেপারী গুরুতর আহত হয়েছে।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন দেব জানান, ভাংচুর ও লুটপাটের ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কাউকে আটটক করা হয়নি। তবে ক্ষাতগ্রস্তরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত