বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

রামপালে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

রামপালে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

রামপাল (বাগেরহাট), ১০ ডিসেম্বর, এবিনিউজ : যথাযোগ্য মর্যাদার সাথে রামপালে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা মানবাধিকার কমিশন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক র‌্যালি বের করে।

র‌্যালি শেষে উপজেলা ইউআরসি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাড. মহিউদ্দিন শেখে’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিশনের সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, সিনিয়র সহ-সভাপতি জগবন্ধু ঘরামী, সৈয়দ সোহরাব হোসেন, কমিশনের সদস্য শেখ সাদি এবং শেখ আল মামুন।

র‌্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক হাওলাদার আঃ মান্নান, প্রধান শিক্ষক সুকান্ত কুমার দেবনাথ, সাংবাদিক আতিয়ার রহমান, নারী নেত্রী কৃষ্ণা রাণী দে, সাংবাদিক অমিত কুমার পাল, সাংবাদিক শুভ্র, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক আলী আজম, সাংবাদিক মফিদুল, মিকাইল কলিন্স, রেজাউল করিম, হাওঃ মোজাম্মেল হক, মেহেদী, ইকরাম, শাকিল, হান্নান, সাফায়েত, মিরন, মাসুম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মোঃ গোলাম ইয়াছিন রাজু।

এবিএন/সাইফুল আলম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত