![হবিগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/10/hobigoang_abnews24 copy_114632.jpg)
হবিগঞ্জ, ১০ ডিসেম্বর, এবিনিউজ : আজ রবিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জÑলাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মো: আবু জাহির।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আইন শৃংখলা বিঘ্নকারিরা যতই প্রভাবশালী হোক,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাদক প্রতিরোধে প্রশাসনকে আরো আন্তরিক হবার আহ্বান জানান। মহান বিজয় দিবস সফলও সুন্দর করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারেক মোহম্দ জাকারিয়া, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, পৌর মেয়র, বিজিবি, র্যাবও পুলিশ কর্মকর্তারা।
এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এমসি