বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আগৈলঝাড়া (বরিশাল), ১০ ডিসেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মানবাধিকার দিবস পালিত হয়েছে।

আজ রবিবার বিকেলে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মানবাধিকার ইউনিটি, আগৈলঝাড়া শাখার সভাপতি সাংবাদিক অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ, আগৈলঝাড়া শাখার সভাপতি এআর ফারুক বখতিয়ার, জাতীয় মানবাধিকার ইউনিটি নেত্রী গৈলা ইউপি সদস্যা পবিত্র রানী রায়, সহ-সভাপতি বরুণ কুমার বাড়ৈ।

আরও বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক সৈয়দ পারভেজ আহম্মেদ রাজিব, যুগ্ম-সাধারণ সম্পাদক রমেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক নরেন্দ্র নাথ হালদার, সাইফুল ইসলাম বেল্লাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সমীরণ রায়, প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ, আগৈলঝাড়া শাখার সহ-সভাপতি এমএ মান্নান, ডা. অমূল্য রতন বাড়ৈ, জেমস্ রিপন বাড়ৈ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সবুজ প্রমুখ।

এ সময় বক্তারা মাদক, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক অপকর্ম রোধে একে অপরের সাহায্য সহযোগিতা কামণা করেন।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত