বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

গাজীপুর, ১১ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। নিহতের পরনে নীল গেঞ্জি ও কালো রংয়ের প্যান্ট রয়েছে। পরিচয় জানার চেষ্টার চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আরব আলী জানান, গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় আক্কাস মার্কেটের পাশে ঢাকা-জয়দেবপুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত