বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

সিলেট, ১১ ডিসেম্বর, এবিনিউজ : সিলেটের ফেঞ্চুগঞ্জে বাংলাদেশ বিদ্যু উন্নয়ন বোর্ডের একটি উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের পালবাড়ীতে ২৩০ কেভি সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকা-ের ফলে সোমবার সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এবিএম ফেরদৌস জানান, স্টেশনে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।

গ্রিড সেকশনের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বলেন, ট্রান্সফরমারে আগুন ধরায় বেশ কিছু এলাকা ৩ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত