![বেরোবি’তে কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/11/abnews-24.b_114721.gif)
বেরোবি (রংপুর), ১১ ডিসেম্বর, এবিনিউজ : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৫ দফা দাবিতে গতকাল রবিবার দুপুর থেকে শুরু হওয়া কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
আপগ্রেডেশন-প্রমোশন নীতিমালা ও কর্মচারীদের বোর্ডসহ ৫ দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাৎক্ষণিক দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে রবিবার রাতেই কর্মচারী ইউনিয়ন সর্বাত্বক কর্মবিরতি প্রত্যাহার করে নেয় বলে জানানো হয়।
এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা