![বড়াইগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/11/abnews-24.bbbbbbbb_114732.gif)
বড়াইগ্রাম (নাটোর), ১১ ডিসেম্বর, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিতে¦ আয়োজিত সভায়, বাল্য বিয়ে, অবৈধ পুকুর খননের ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও তা নিরসনের কৌশলসহ সাবির্ক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ বসাক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমূখ।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/তোহা