শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হোসেনপুরে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

হোসেনপুরে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

হোসেনপুর (কিশোরগঞ্জ), ১১ ডিসেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোসা. ঝরনা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য কামরুন্নাহার, সফল জননী নারী নুরুন্নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য সুকেনা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় হাজেরা খাতুনকে সম্মাননা জানানো হয়।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত