অভয়নগর (যশোর), ১১ ডিসেম্বর, এবিনিউজ : নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ২০১৭-১৮ পৌর মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন আগামী ১১ জানুয়ারী ২০১৮ ইং। মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট সফল ও স্বার্থক করার লক্ষ্যে আজ সোমবার সকালে পৌরসভা মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান। মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট কমিটি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শের আলী বিশ্বাস,
আব্দুল জব্বার মোল্যা, মনিরুজ্জামান মনি, আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস, নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সাবেক কৃতি ফুটবলার অহিদুজ্জামান ওয়াহিদ, প্রচার সম্পাদক সাংবাদিক এস জেড মাসুদ তাজ প্রমুখ। সভায় আগামী ১১ জানুয়ারী ২০১৮ ঐতিহ্যবাহী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১২টি পৌরসভার শক্তিশালি ১২ দলের অংশগ্রহণে এবারের টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত গৃহিত হয়। এব্যাপারে বেশ কয়েকটি কমিটিও গঠন করা হয়।
এবিএন/সেলিম হোসেন/জসিম/তোহা