শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

অভয়নগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

অভয়নগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

অভয়নগর (যশোর), ১১ ডিসেম্বর, এবিনিউজ : যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী মুসলিমা খাতুনের (১৭) রহস্যজনক মৃত্যু হয়েছে। মুসলিমা খাতুনের পরিবারের সদস্যদের অভিযোগ গৃহবধূ মুসলিমা খাতুনকে রোববার রাতে শারিরীক নির্যাতন করে, তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালিয়ে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে ইব্রাহিমের পরিবারের সদস্যরা জানান- তুচ্ছ ঘটনায় সে নিজেই বিষপান করে আত্মহত্যা করেছে। রোববার রাত ১২টার দিকে মুসলিমা খাতুনের অবস্থার অবনতি হলে তাকে খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মুসলিমা খাতুন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, ধোপাদি গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ইব্রাহিম হোসেন গত একবছর আগে অপ্রাপ্ত বয়স্ক মুসলিমা খাতুনকে বিয়ে করে ঘর সংসার চালাতে থাকে। ঘটনার দিন রোববার রাতে স্বামী ইব্রাহিম হোসেনের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে সে বিষপান করে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পাভেল আহমেদ জানান- বিষপানরত অবস্থায় মুসলিমা খাতুন রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে অভয়নগর থানার ওসি শেখ গনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে তিনি জানান- এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/সেলিম হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত