![ফেনীতে জেলা প্রশাসককে যুব ক্যাব’র স্মারকলিপি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/11/sarok_abnews_114787.jpg)
ফেনী, ১১ ডিসেম্বর, এবিনিউজ : ফেনীতে এসএসসি পরীক্ষায় রেজিষ্ট্রেশনে অতিরিক্ত ফি আদায়ে জেলা প্রশাসককে স্মাকরলিপি দিয়েছে যুব ক্যাব। আজ সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান’র হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা।
স্মারকলিপিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি’র কায়েকগুণ অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ তুলে ধরেন। তারা আর উল্লেখ করেন, অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান ১ হাজার থেকে ২ হাজার টাকা অতিরিক্ত টাকা আদায় করছেন।
এ সময় ক্যাব’র সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রাসেল, যুব ক্যাব’র সভাপতি এনএনএম মইনুল হোসেন জ্যাকসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মিঠুসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/এমসি