আগৈলঝাড়া (বরিশাল), ১১ ডিসেম্বর, এবিনিউজ : পুলিশের সাথে তৃণমুল পর্যায়ে জনগনের সরাসরি সম্পর্ক তৈরী ও অপরাধের তথ্য আদান প্রদানের সুযোগ সৃষ্টি করতে আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে ১নং রাজিহার ইউনিয়নের রাজিহার মাধ্যমিক বিদ্যালয় হল রুমে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজ্জাক মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথী ছিলেন গৌরনদী সার্কেল এএসপি মফিজুল ইসলাম।
মাদক, সন্ত্রাস, যৌণ নিপিড়ন বিরোধী মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল কুমার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন, ইউপি সদস্য সঞ্জয় রায় প্রমুখ।
সভায় উপস্থিত এলাকার সাধারণ জনগণসহ বিশিষ্টজনদের মধ্যে আগৈলঝাড়া থানাসহ জেলার সকল থানার ওসি এবং জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তার পদবী ও মোবাইল নম্বর সম্বলিত কার্ড বিতরণ করা হয়।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি