![চিতলমারীতে তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/11/sova_abnews_114803.jpg)
বাগেরহাট, ১১ ডিসেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ভুইয়া মোঃ আতাউর রহমান। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খাঁন, চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন, ওসি তদন্ত মোঃ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, শিকদার মতিয়ার রহমান, ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, মোঃ নিজাম উদ্দিন শেখ, কাজী আজমীর আলী, সামিয়া রহমান বিউটি, মোঃ মাসুদ সরদার ও প্রেস ক্লাব সভাপতি মুন্সি দেলোয়ার হোসেন।
এ সময় স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রধান ও সুশীল সমাজের দুই শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/সাগর/জসিম/এমসি