বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বন্দরে কিশোরী উক্তক্তের ঘটনায় আটক ২

বন্দরে কিশোরী উক্তক্তের ঘটনায় আটক ২

বন্দর, ১১ ডিসেম্বর, এবিনিউজ : বন্দরে কিশোরী নয়ন মনি (১৪)কে রাস্তায় উক্তাক্তের ঘটনায় ২ বখাটে যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগরস্থ ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কিশোরী পিতা দিনেশ বাদী হয়ে ৩ জনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগরস্থ ঋষিপাড়া এলাকার দিনেশ মিয়ার মেয়ে নয়ন মনিকে র্দীঘ দিন ধরে রাস্তায় ঘাটে উক্তাক্ত করে আসচ্ছে একই এলাকার রবি মজুমদারের ছেলে হৃদয় ও সদনের ছেলে সজিব এবং জগাচন্দ্র দাসের ছেলে অজিত। বিষয়টি কিশোরী নয়ন মনি তার পিতা দিনেশকে জানালে এ ব্যাপরে তিনি উল্লেখিত বখাটেদের সাথে কথা বলে।

এ ঘটনায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে গত ৭ ডিসেম্বর বখাটে হৃদয়, সজিব ও অজিত ক্ষিপ্ত হয়ে দিনেশের বসত বাড়ী কিশোরী পিতাসহ তার পরিবারকে হত্যার হুমকিসহ এলাকায় শান্তিতে বসবাস করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।

এ ঘটনায় কিশোরী পিতা দিনেশ বাদী হয়ে আজ সোমবার সকালে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দুপুরে উক্ত এলাকা থেকে বখাটে হৃদয় ও সজিবকে আটক করে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম বলেন, কিশোরী পিতার অভিযোগের প্রেক্ষিতে ২ বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত