![বেনাপোল সীমান্তে স্বর্ণেরবার ও টাকাসহ পাচারকারী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/11/jessore_abnews24_114831.jpg)
বেনাপোল, ১১ ডিসেম্বর, এবিনিউজ : ভারতে পাচারের সময় বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণেরবার (১ কেজি ১৫০ গ্রাম) ও দেড় লাখ টাকাসহ রনি হোসেন (২০) নামে একজন পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ সোমবার বিকেলে বেনাপোল সীমান্তের পুটখালী পশ্চিম পাড়া মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। আটক রনি বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আকরাম হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, এক পাচারকারী সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রকেশের চেষ্টা করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রনির শরীরে তল্লাশি চালিয়ে ১ কেজি ১৫০ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণেরবার ও দেড় লাখ টাকা পাওয়া যায়।
বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন বলেন, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।#
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি