শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রামপালে তথ্য কমিশনের উদ্যোগে জনঅবহিত করণ সভা

রামপালে তথ্য কমিশনের উদ্যোগে জনঅবহিত করণ সভা

রামপাল (বাগেরহাট), ১১ ডিসেম্বর, এবিনিউজ : আজ সোমবার দুপুর ২.৩০টায় তথ্য কমিশনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে একজন অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য কমিশনের পরিচালক ড. মোঃ আব্দুল হাকিম (গ.প্র.প্র)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন ও মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রামপাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাইদুর রহমান, সাবেক অধ্যক্ষ মোঃ মজনুর রহমান, পেড়ীখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুল ইসলাম, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান নূরুল আমিন, রাজনগর ইউপি চেয়ারম্যান সরদার আঃ হান্নান সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নাসির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানবৃন্দ ও শিক্ষক বৃন্দ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার জন্য সরকার ২০০৯ সালে মহান জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাশ করেছে। জনগণ যদি তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন হয়, তাহলে এদেশ থেকে দুর্নীতি অনেক অংশে কমে যাবে।

পাশপাশি সরকারী কর্মকর্তারা যে জনগনের সেবক, তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধমে সরকারী কর্মকর্তারা ও বিষয়টি অনুধাবন করে সত্যিকার অর্থে সেবা ধর্মী প্রশাসন গড়ে তুলবে। বিকেল ৫টায় অনুষ্ঠান শেষ হয়।

এবিএন/সাইফুল আলম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত