![হোসেনপুরে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/12/abnews-24.bbbb_114927.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ১২ ডিসেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সকালে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, সহকারী প্রোগ্রামার আনোয়ার হুসেন প্রমুখ।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা