বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নাটোরে তথ্য প্রযুক্তি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

নাটোরে তথ্য প্রযুক্তি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

নাটোরে তথ্য প্রযুক্তি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

নাটোর, ১২ ডিসেম্বর, এবিনিউজ : প্রথম বারের মত জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষ্যে নাটোরের সিংড়ায় নেটিজেন আইটি লিমিটেড এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, নেটিজেন রাজশাহী প্রতিনিধি সাজেদুল করিম, নাটোর প্রতিনিধি শামসুদ্দিন সুজন, আওয়ামীলীগ নেতা দেদার হায়াত, সিংড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রভাষক মিজানুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন, সিংড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাজু আহমেদ। সভায় বক্তারা, প্রথম বারের মত তথ্য ও প্রযুক্তি দিবস ঘোষনা করায় মাননীয় প্রধানমন্ত্রী, প্রযুক্তি উপদেষ্টা ও প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে উপজেলা প্রশাসন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে র‌্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ ও সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস সহ র‌্যালীতে পৌর শহরের বিভিন্ন স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

এবিএন/রাজু আহমেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত