সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘যে সব প্রপার্টির কথা বলা হচ্ছে সেগুলোর কোনো অস্তিত্ব নেই’

‘যে সব প্রপার্টির কথা বলা হচ্ছে সেগুলোর কোনো অস্তিত্ব নেই’

‘যে সব প্রপার্টির কথা বলা হচ্ছে সেগুলোর কোনো অস্তিত্ব নেই’

ঢাকা, ১২ ডিসেম্বর, এবিনিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা পৃথিবীতে তারা খোঁজ নিয়ে দেখেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের নামে বিদেশে যে সম্পদের কথা বলা হচ্ছে, সেগুলোর কোনো অস্তিত্বই নেই।

গতকাল মঙ্গলবার সকালে হাইকোর্ট মাজার এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

বিদেশে খালেদা জিয়ার সম্পদের কোনো তথ্য পাওয়া যায়নি জানিয়ে দলটির এ মুখপাত্র বলেন, ‘এখন পর্যন্ত আমরা সারা পৃথিবীতে খোঁজ নিয়েছি, কোথায় এ ধরনের তথ্য নেই যা সম্প্রতি প্রধানমন্ত্রী দিয়েছেন। তিনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য দিয়েছেন। এ ধরনের সংবাদ ও তথ্যের কোনো ভিত্তি নেই।’

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত