বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মুন্সীগঞ্জের ১১৩ স্কুলের পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মুন্সীগঞ্জের ১১৩ স্কুলের পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে  মুন্সীগঞ্জের ১১৩ স্কুলের পরীক্ষা স্থগিত

মুন্সীগঞ্জ, ১২ ডিসেম্বর, এবিনিউজ : প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের বাংলা পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার এসব স্কুলে পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষার নতুন তারিখ এখনো ঘোষণা হয়নি।

সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয়গুলোর ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ছিল। কিন্তু সোমবার রাতে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে জেলা প্রশাসক পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেন। তবে পরবর্তী পরীক্ষাগুলো যথা সময়েই হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা জানান, আজ বাংলা পরীক্ষা প্রশ্নপত্রের ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে তারিখ নির্ধারণ করে পরীক্ষা নেয়া হবে।

জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, গতকাল রাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে এবং সত্যতা স্বরুপ জেলা প্রশাসকের ই-মেইলে প্রশ্ন পাঠায়। যার জন্য পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেই।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত