![রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/13/rajshahi_abnews24_115032.jpg)
রাজশাহী, ১৩ ডিসেম্বর, এবিনিউজ :রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ যাত্রী।
আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁর সাপাহার উপজেলার টিলাদীঘি গ্রামের মো. আলীমুদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪০), চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আছিয়া বেগম (৬২) ও চালকের সহকারী। চালকের সহকারীর পরিচয় জানা যায়নি।
আহত ব্যক্তিদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে একতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। হৃদয় পরিবহন নামে আরেকটি বাস রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে মাটিকাটা আদর্শ কলেজের সামনে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হৃদয় পরিবহনের চালকের সহকারী ও যাত্রী হারুন অর রশিদ নিহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরে আছিয়া বেগমের মৃত্যু হয়।
এবিএন/সাদিক/জসিম/এসএ