![চরমোন্তাজে ১৫ বছরের কিশোরের গাছে ঝুলে আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/13/attohotta@abnews (2)_115039.jpg)
পটুয়াখালী, ১৩ ডিসেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর রাংগাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের মন্নাত সিক,এর ছেলে শিমুল( ১৫) বাড়ির পাশের গাছের সাথে গলায় দরি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, গত মঙ্গলবার আনুমানিক সারে ৯টার সময়, তার বাড়ির পশ্চিম পার্শ্বে গাছের সাথে ঝুলান্ত অবস্থায় দেখতে পায় নিহতের বাবা মন্নাত সিকদার। কি কারনে শিমুল আত্মহত্যা করেছে, তা তাৎক্ষনিক জানা যায়নি। পরে রাত সারে ১১ টার সময় ঘটনা স্থানে চরমোন্তাজ পুলিশ ফারির এ এস আই ফয়ছাল উপস্থিত হয়ে নিহতের লাশ ময়না তদন্তের জন্য পুলিশি শিরতাহাল করেন। এ আত্মহত্যার বিষয়ে তিনি প্রাথমিক পর্যায় পারিবারিক কলহের জের ধরে হতে পারে বলে মনে করছেন, তবে ময়না তদন্তের পরে জানা যাবে বলে জানান।
এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/জসিম/নির্ঝর