![আশুলিয়ায় শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ: গ্রেফতার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/13/atok@abnews (3)_115040.jpg)
সাভার, ১৩ ডিসেম্বর, এবিনিউজ : সাভারের আশুলিয়ায় ধর্ষণের শিকার হয়ে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর পিতা বাদি হয়ে মামলা দায়ের করেছে। গত সোমবার সাভারের আশুলিয়ার জামগড়া পূর্বপাড়া রূপায়ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আঁখি আক্তার (৪) সে ইমরান মল্লিক এর কন্যা। ইমরান মল্লিক পেশায় একজন রিকশা চালক। ধর্ষণ ও হত্যার অভিযোগে সাইম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ইমরান মল্লিক ও তাঁর স্ত্রী পোষাক শ্রমিক সোমবার সকালে তাদের মেয়ে অাখিঁকে দাদির কাছে রেখে তাঁরা কাজে যায়। দুপুরের দিকে তাঁরা জানতে পারেন যে তাঁদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে তাঁরা বাসায় ফিরে আঁখিকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা আঁখিকে মৃত ঘোষণা করে।
আঁখির বাবা ইমরান মল্লিক ধর্ষণ ও হত্যার অভিযোগে মঙ্গলবার প্রতিবেশী সাইমের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছে।
ইমরান মল্লিক জানায়, সাইম ও তাঁরা পাশাপাশি দুই কক্ষে বসবাস করেন। সাইমের মেয়ে তানজিনা তাঁর মেয়ে আঁখির খেলার সাথী। গত সোমবার দুপুরে বাসায় ফিরে খাবার খেয়ে বেলা একটার দিকে স্ত্রী সাথী আক্তারকে নিয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। সাইম তখন বাসায় ছিলেন। এর কিছু সময় পরে তানজিনা তাঁর মাকে জানান আঁখি তাদের ঘরের সামনে পড়ে আছে। এরপর থেকে তাঁর মেয়ের অবস্থার অবনতি ঘটতে থাকলে তাঁদের জানানো হয়।
নিহত আঁখির বাবা ইমরান মল্লিক অভিযোগ করেছে, ধর্ষণের কারণে তার মেয়ে মারা গেছে বলে নারী ও শিশুকেন্দ্র হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছে তাকে।
তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গ্রেফতারকৃত সাইম নিজেকে নির্দোষ দাবি করেছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা অহিদ মিয়া জানায়, খবর পেয়ে সোমবার রাতেই সাইমকে আটক করা হয়। আঁখির বাবার দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। শুনানি শেষে আদালত তাঁকে তিন রিমান্ডে দিয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর