![নরসিংদীতে ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/13/track-acc@abnews_115069.jpg)
নরসিংদী, ১৩ ডিসেম্বর, এবিনিউজ : নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক রাসেল নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সকালে মহাসড়কের সদর উপজেলার ভেলানগরে এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র শিবপুর উপজেলার মৌলভী তেফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ও ভেলানগর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্কুলের বার্ষিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য বাড়ী থেকে রিক্সাযোগে স্কুলে যাচ্ছিলো রাসেল। রিক্সাটি ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরে পৌছলে এ সময় পেছন দিক থেকে একটি পিটকাপ রিক্সাকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পরে। এসময় দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় স্কুলছাত্রের মৃত্যুতে ক্ষুব্দ এলাকাবাসী দীর্ঘপ্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ বিক্ষুব্দ এলাকাবাসীকে সরিয়ে দিলে যান যলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর