![সিংড়ায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধকতা বিষয়ক কর্মশালা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/13/abnews-24.bbbbbbbbbbbbbbbb_115111.jpg)
নাটোর, ১৩ ডিসেম্বর, এবিনিউজ : নাটোরের সিংড়ায় আজ বুধবার অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে ন্যাশনাল একাডমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ ও শিক্ষা মন্ত্রনালয়ের যৌথভাবে আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম শফিক। আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আসিফ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এর কর্মকর্তা ডা; আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, ডা: আশরাফুজ্জামান, ড: রফিকুল ইসলাম শেখ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুল করিম সিদ্দিকী।
এবিএন/ রনজু আহমেদ/জসিম/তোহা