
ঢাকা, ১৩ ডিসেম্বর, এবিনিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেছেন, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি-সংক্রান্ত গেজেট প্রকাশের মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা আবারও প্রশাসনের হাতে দিয়ে দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটস প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের প্যানেল পরিচিতি সভায় এ কথা বলেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘নিম্ন আদালতের দায়িত্ব কার ওপরে থাকবে, এ বিষয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা বহু কথা বলেছি, বহু আন্দোলন করেছি, আইন পাস হয়েছে পার্লামেন্টে। সেই বিচার বিভাগের স্বাধীনতা আবারও সেই প্রশাসনের হাতে গিয়ে পড়ল এবং কোনোভাবেই এটাকে মুক্ত করা গেল না। দুর্ভাগ্যজনকভাবে এটাকে মুক্ত করতে গিয়ে প্রধান বিচারপতি তাঁর পদ হারালেন, দেশত্যাগ করতে হলো।’