![কাউখালী মুক্ত দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/13/pirojpur_abnews24_115123.jpg)
কাউখালী (পিরোজপুর), ১৩ ডিসেম্বর, এবিনিউজ : পিরোজপুররে কাউখালীআজ ১৩ই ডিসেম্বর ছিল মুক্ত দিবস ১৯৭১ সালে ১৩ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে কাউখালীকে শত্রু মুক্ত করেন। দিনটি কাউখালী বাসীর জন্য বেদনা দায়ক হলেও আনন্দেরও দিন। ১৯৭১ এর এই দিনে মুক্তি যোদ্ধারা শত্রু মুক্ত করেন, ১৪ই ডিসেম্বর কাউখালী মাটিতে আনন্দ মিছিল করে ১৯৭১ সালে। কাউখালী ষ্টিমার ঘাট এলাকায় পাইলট হাউসের ভবনে পাক হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় নিরীহ সাধারন মানুষ সহ অনেক মুক্তিযোদ্ধাকে নির্মম ভাবে হত্যা করে।
সে জঘন্যতম হত্যার কথা আজও কাউখালী উপজেলাবাসী ভুলতে পারেনি। এই উপলক্ষে বুধবার সকালে কাউখালী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে রিপোর্টার্স ইউনিটির সভাপতিে মোঃ তারিকুল ইসলাম পান্নুর সভাপতিত্বে বক্তব্য দেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, সাংবাদিক ওমর ফারুক কাউখালী রিপোর্টার্স ইউনিটির সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ। মুক্তিযোদ্ধা শহীদদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরাবতার পালন ও দোয়া মোনাজাত করা হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা