![চকরিয়ায় সাইকেল র্যালি করলো ইয়েস গ্রুপের সদস্যরা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/13/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_115124.jpg)
চকরিয়া (কক্সবাজার), ১৩ ডিসেম্বর, এবিনিউজ : দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবার কক্সবাজারের চকরিয়ায় দু’চাকার বাইসাইেকেল র্যালীর আয়োজন করেছে সনাক ও ইয়েস গ্রুপের সদস্যরা। আজ বুধবার সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) সদস্যরা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে সাইকেল র্যালী বের করেন। এই র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সনাক কার্যালয়ে এসে চত্বরে মিলিত হয়।
র্যালির উদ্বোধন করেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আতিক উল্লাহ। র্যালিতে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সনাক সভাপতি অধ্যাপক এ.কে.এম. শাহাবুদ্দিন ও ইয়েস উপকমিটির আহবায়ক জিয়া উদ্দিন। অনুষ্টানটি সঞ্চালনায় করেন টিআইবি চকরিয়ার এরিয়া ম্যানেজার এ.জি.এম. জাহাঙ্গীর আলম। এ সময় ইয়েস দলনেতা মো. ইকবাল হোসেন, সহদলনেতা হাফসা বেগম ও মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে সনাক চকরিয়া কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজকের (গতকাল বুধবার) দুর্নীতিবিরোধী সাইকেল র্যালির আয়োজন করা হয়। এ সময় জনসচেতনতায় দুর্নীতিরিরোধী বিভিন্ন শ্লোগান প্রচার করেন র্যালীতে অংশগ্রহণকারীরা। এর আগে দুর্নীতিবিরোধী র্যালি, মানববন্ধন, স্যাটেলাইট এআই ডেস্ক ও দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শন করা হয়।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা