![চকরিয়ায় ইয়াবা-কারসহ যুবক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/13/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_115125.jpg)
চকরিয়া (কক্সবাজার), ১৩ ডিসেম্বর, এবিনিউজ : কক্সবাজার থেকে প্রাইভেট কারে করে অভিনব পন্থায় উত্তরবঙ্গের বরগুনায় ইয়াবা পাচারকালে ইয়াবা ও কারসহ বনি আমিন (৩২) নামের এক যুবককে আটক করেছে চকরিয়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫৬৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার ও কারটি জব্দ করা হয়। আটক বনি আমিন বরগুনা জেলার সদর থানার দক্ষিণ খেজুর তলা এলাকার আবদুস সোবহানের ছেলে।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া আমতলি এলাকায় চিরিংগা হাইওয়ে পুলিশ এ অভিযান চালায়। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি সার্জেন্ট নূরে আলম পলাশ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সুত্রে খবর পেয়ে বানিয়াছড়া এলাকায় একদল ফোর্স নিয়ে চেকপোষ্ট বসায়।
এসময় কক্সবাজার থেকে বরগুনাগামি প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ ১৪-২০০৬) ওই স্থানে পৌছলে গাড়িটি থামাতে বাধ্য করি। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির স্টিয়ারিং পার্টসের নীচে থেকে একটি পুটলি জব্দ করি। এতে ১৫৬৫পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরো বলেন, ইয়াবাসহ কার জব্দের ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/মুকুল কান্তি দাশজসিম/তোহা