শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রংপুরের তারাগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৫ টি পরিবারের ঘর বাড়ী

রংপুরের তারাগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৫ টি পরিবারের ঘর বাড়ী

রংপুরের তারাগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৫ টি পরিবারের ঘর বাড়ী

তারাগঞ্জ, রংপুর, ১৪ ডিসেম্বর, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৫ টি পরিবার ক্ষয়ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা।প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা গেছে,আজ বুধবার রাত অনুমান ৯ টায় উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর(চোর পাড়া) গ্রামের খাদেমুল ইসলামের বাড়ির রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।প্রায় এক ঘন্টা পর্যন্ত আগুন আশে পাশে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ওই গ্রামের অগ্নিকান্ডে ছকমাল হোসেন, আজগার আলী,নুরল ইসলাম ,তৈয়ব উদ্দিন,জহুরুল মিয়া,আলামিন ইসলাম,আব্দুল মালেক ,বাদশা মিয়াসহ এ অগ্নিকান্ডে প্রায় ১৫ টি পরিবারের মালামাল সহ ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।ইকরচালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, ফায়ার সার্ভিস অফিসারের গাফলতির কারনে এমনটা হয়েছে। তারাগঞ্জ ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। এখন ব্যস্ত আছি পরে কথা হবে।

এবিএন/ বিপ্লব হোসেন অপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত