রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বান্দরবানে শিক্ষকদের মাঝে ল্যাপটক বিতরণ ও পিটিআই ভবন উদ্বোধন

বান্দরবানে শিক্ষকদের মাঝে ল্যাপটক বিতরণ ও পিটিআই ভবন উদ্বোধন

বান্দরবানে শিক্ষকদের মাঝে ল্যাপটক বিতরণ ও পিটিআই ভবন উদ্বোধন

বান্দরবান, ১৪ ডিসেম্বর, এবিনিউজ : দুর্গম পাহাড়ি জেলা গুলির শিক্ষা কার্যক্রম প্রসারের লক্ষে আবাসিক বিদ্যালয় স্থাপনের উপর সরকার গুরুত্ব¡ দিচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্থাফিজুর রহমান এমপি।

বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বান্দরবানের ৭টি উপজেলার ৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটক বিতরণের সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর নিজনিজ ভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করতে ভাষাভিত্তিক শিক্ষক নিয়োগ দেয়ার উদ্যোগ দিয়েছেন। বুধবার বিকেলে বান্দরবানের রেইছা এলাকায় ১৫ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন বান্দরবান থেকে পরপর ৫বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু হেনা মোস্থফা কামাল, বান্দরবান পর্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সজ্ঞিত কুমার ছিলেন। মন্ত্রী প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধনের পর তা পরিদর্শন করার পর আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এবিএন/মো. আব্দুর রহিম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত