রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বান্দরবানে মৌজা হেডম্যান অপসরণের দাবিতে মানববন্ধন

বান্দরবানে মৌজা হেডম্যান অপসরণের দাবিতে মানববন্ধন

বান্দরবানে মৌজা হেডম্যান অপসরণের দাবিতে মানববন্ধন

বান্দরবান, ১৪ ডিসেম্বর, এবিনিউজ : বান্দরবানের ৩৪৭ নং মুরুক্ষ্যাং মৌজা প্রধান মংপু হেডম্যানকে মৌজা হেডম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ দাবি নিয়ে বুধবার বান্দরবান প্রেসক্লাবের সামনে মানবন্ধন করা হয়েছে। বান্দরবান সদর উপজেলা রাজবিলা ইউনিয়নের ৩৪৭ নং মুরুক্ষ্যাং মৌজার হেডম্যান মংপু মারমাকে মৌজাপ্রধান পদ থেকে দ্রুততার অপসরণ করে একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে সর্বস্তরের জনসাধারণ।

বান্দরবানে মৌজা হেডম্যান অপসরণের দাবিতে মানববন্ধন

সুনিল তঞ্চগ্যা সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বান্দরবান সদর উপজেলা রাজবিলা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ক্যসিংশৈ মারমা,চিংক্যউ কারবারী, শৈক্যমং মারমা,মংচউ মারমা,জুরুতি তঞ্চগ্যা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মংপু হেডম্যানের নেতৃত্বে মুরুক্ষ্যাং মৌজায় জমে উঠেছে চাঁদাবাজদের বাণিজ্য। তার নামে বান্দরবান সদর থানাতে আওয়ামী লীগ নেতা অপহরণ মামলাতে নাম রয়েছে। পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক দলের নামধারী অনেক নেতাকর্মী ও ক্ষুদ্রাকৃতির আধুনিক এসব অস্ত্র কেনাবেচা,ভাড়ার নিজের প্রভাব বিস্তারেও ব্যবহার করছে এই মৌজা হেডম্যান এবং তার কারণে মৌজায় মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকান্ড এবং ভবিষ্যতে ভয়াবহ আরো নাশকতামূলক কর্মকান্ড ঘটার আশস্কার রয়েছে।

এসময় সভাপতি সুনিল তঞ্চগ্যা বলেন মৌজা প্রধান মংপু হেডম্যান অত্যাচারে অনেক পরিবার ভুমিহীন হয়েযায় ও সমাজচ্যুত করে দিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে। তার নির্দেশ অমান্যের কারণে বখাটে ছেলেদেরকে দিয়ে গ্রাম্য মাতব্বরদের মারধর করা ঘটনাও ঘটেছে।

মংপু হেডম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে দাবিও জানান বক্তারা। পরে মানবন্ধনকারীরা মানববন্ধন শেষে জেলা প্রশাসক মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরের স্মারক লিপি প্রদান করা হয়।

এবিএন/মো. আব্দুর রহিম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত