শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাঁচবিবিতে কথিত ছাত্রলীগের বিরুদ্ধে মূল কমিটির সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে কথিত ছাত্রলীগের বিরুদ্ধে মূল কমিটির সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে কথিত ছাত্রলীগের বিরুদ্ধে মূল কমিটির সংবাদ সম্মেলন

পাঁচবিবি (জয়পুরহাট) , ১৪ ডিসেম্বর, এবিনিউজ : পাঁচবিবিতে ভূয়া ছাত্রলীগ নামধারীদের বিরুদ্ধে মূল কমিটির সাংবাদিক সম্মেলন আজ বৃহস্পতিবার বেলা ১২টায় পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আকরাম হোসেন তালুকদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির উপস্থিতিতে গত বছর ২৪ ডিসেম্বর (২৪/১২/২০১৬ইং) পৌর ও উপজেলা এবং চলতি বছরের ২৯ জুলাই (২৯/০৭/২০১৭ইং) কলেজ শাখার কমিটি গঠন করা হয়। গঠনের পরে জয়পুরহাট জেলা ছাত্রলীগ সভাপতি, সম্পাদক পূণার্ঙ্গ তিনটি কমিটির অনুমোদন দেন। সেই লক্ষে আমরা দেশরতœ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সংগঠনে সকল প্রকার কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। এখন হঠাৎ ছাত্রলীগ নামধারী কতিপয় ব্যক্তি সংগঠনের বিভিন্ন পদ ব্যবহার করে সংগঠন বিরোধী কর্মকান্ড চালানো চেষ্টা করছে। যা অবৈধ্য এবং সংগঠন পরিপন্থি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমরা এই সব ছাত্রলীগ নামধারী ভূয়া কমিটি ও তার অবৈধ্য কর্মকান্ড বন্ধের প্রতিবাদ জানাচ্ছি। এসকল নামধারী ছাত্রলীগের অপ্রীতিকর ঘটনার জন্য বর্তমান নির্বাচিত কমিটি কোন দায় দায়িত্ব বহন করবে না।

এ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সুরুজ, সম্পাদক সাইদুর রহমান রাজু ও মহিপুর সরকারি কলেজ শাখার সভাপতি নূর আলম প্রধান, সম্পাদক মাহমুদুল হাসানসহ শতাধিক নেতাকর্মী।

এবিএন/ সজল কুমার দাস/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত