শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৫

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৫

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৫

লক্ষ্মীপুর, ১৪ ডিসেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতে হামলা করে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে।

জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৪নং চররুহিতার গাজী মিয়ার ছেলে সাহাবুদ্দিন (৫৫) ও তার সন্তানদের মধ্যে রিনা আক্তার, আবদুল গণি, মোহন, শিমুকে পৌরসভার লামছরি গ্রামের ধনমিয়ার বাড়ীর মাইন উদ্দিনের ছেলে শাকিল (২৩), মজিদ(২৫), জুয়েল, ছাক্কার বাপের বাড়ীর আবদুস ছাত্তারের ছেলে জাবেদ (৩৫), জাফর (৪০), চররুহিতা ইউনিয়নের পাটওয়ারী বাড়ীর আহসান উল্লাহর ছেলে ইমন (২০) লামছরি গ্রামের মুন্সি বাড়ীর মৃত মফিজ উল্লাহর ছেলে, বাবু (৩০), রিয়াজ (২৮) ও আরাফাত (২৬)সহ আরও ১০/১২ জন মিলে গভীর রাতে মুখোশ পরে দরজা ভেঙে ঘরে ঢুকে কুপিয়ে, লোহার রড ও হকিস্টিক দিয়ে মেরে রক্তাক্ত আহত করে।

এ সময় সদ্য তালাকপ্রাপ্ত মেয়ে রীনা আক্তারকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে সারা শরীরে, বুকে গালে ও যৌনাঙ্গে কামড়িয়ে জখম করে।

এ নিয়ে সাহাবুদ্দিনের স্ত্রী আমেনা বেগম (৪৫) বাদী হয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে যার তদন্তভারসহ মামলাটি এফআইআর করার নির্দেশ দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর থানা বরাবরে প্রেরণ করেন।যার স্বারক নং -৪০০৯২। সদর থানা মামলটি এফআইআর ভুক্ত করে আদালতে প্রেরণ করলে তা জিআর -৪৮৩/১৭ নাম্বারভুক্ত হয়।

কিন্তু আসামীরা পুলিশের নাকের ডগা দিয়ে চলাফেরা করছে এবং বাদিনী ও তার পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছে বলে আমেনা বেগম জানান। হুমকির বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা এসআই কবির হোসেনকে জানানোর পরেও তিনি কোনো অদৃশ্য ইঙ্গিতে আসামীদেরকে গ্রেপ্তার করছেন না।

বর্তমানে বাদীনি ও পরিবার মৃত্যু ভয় নিয়ে আশংকাজনক পরিস্থিতিতে দিনাতিপাত করছে বলে জানা গেছে। যেকোনো সময় আরো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটনার আশংকা করছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপারকে ফোন করলে ফোনকল রিসিভড করেননি।

এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত