শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হোসেনপুর (কিশোরগঞ্জ), ১৪ ডিসেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শোকর‌্যালি বের করে উপজেলা প্রশাসন।

পরে উপজেলার কুড়িঘাট বধ্যভূমির স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন- হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক।

আরও উপস্থিত ছিলেন- হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান তানিম প্রমুখসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত