![গাজীপুরে মসজিদের প্রহরীকে ঘাড় কেটে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/14/gazipur_abnews24 copy_115245.jpg)
গাজীপুর, ১৪ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় নির্মাণাধীণ একটি মসজিদের প্রহরী মোতালেব মিয়াকে (৬০) ঘাড় কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে নিহতের মরেদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত প্রহরী মোতালেব মিয়া ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বাগতা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। সে ভোগড়া এলাকায় ফাইজুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থেকে ওই মসজিদের প্রহরীর চাকুরী করতেন।
সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফয়সাল আহমেদ সরকার জানান, সপ্তাহখানেক আগে তাকে এই মসজিদে প্রহরী হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার ভোরে মসজিদের মোয়াজ্জিন ফজরের আজান দিতে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পান।
মোতালেব আগে এ এলাকায় পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে বেচতেন বলে তিনি জানান।
জয়দেবপুর থানার আফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, ভোরে ওই মসজিদের মোয়াজ্জিন ফজরের আযান দিতে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘাড় কেটে হত্যা করে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি