বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দেশকে মেধা শুন্য করতে চেয়েছিল ওরা: আফিল উদ্দিন এমপি

দেশকে মেধা শুন্য করতে চেয়েছিল ওরা: আফিল উদ্দিন এমপি

দেশকে মেধা শুন্য করতে চেয়েছিল ওরা: আফিল উদ্দিন এমপি

যশোর, ১৪ ডিসেম্বর, এবিনিউজ : সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, দেশের বুদ্ধিজিবিদের হত্যা করে দেশকে মেধা শুন্য করতে চেয়েছিল ওরা। শত চেষ্টাতেও তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি পাকিস্তানিরা। দাত ভাঙ্গা জবাব দিয়ে মুক্তিযোদ্ধারা নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল সেদিন। ৩ লক্ষাধিক শহিদ ও মা-বোনের উজ্ঝতের বিনিময়ে আনা স্বাধীনতার স্বাধ আমরা ভোগ করছি। সেই দিনের স্বাধীনতা বিরোধী দোসরা এখনো ওৎ পেতে আছে হায়েনাদের মত।

সুযোগ পেলেই মরন কামড় বসাতে চেষ্টায় রয়েছে তারা। আমরা এ সুযোগ তাদের দিতে চাইনা। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বার বার গঠন করে আমরা তাদের সমুচিত জবাব দিতে চাই। বৃহস্পতিবার দুপুরে শার্শা উপজেলা পরিষদরে সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জয়দেব কুমার সিংহ প্রমুখ।

উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু, চেয়ারম্যান আব্দুর রসিদ, চেয়ারম্যান হাদিউজ্জামান, চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, চেয়ারম্যান মিজানুর রহমান, চেয়ারম্যান শান্তি, চেয়ারম্যান হোসেন আলী, চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া প্রমুখ।

এর একই স্থলে শার্শা উপজেলা পরিষদরে সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত